ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে শিবচরে বিক্ষোভ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

মো: রিয়াজ রহমান
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলার শিবচরে বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ বিক্ষোভে আলেম, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরাইলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?

তারা আরও বলেন, ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। সেখানকার হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তারা বাংলাদেশ থেকে সংহতি জানাতে রাজপথে নেমেছেন। একইসাথে বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বানও জানানো হয়। এসময় সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণাও দেন বিক্ষোভকারীরা।

 

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।