কক্সবাজারের পর্যটন শিল্পকে উচ্চ শিখরে নিয়ে যেতে পূর্বকোণের ভূমিকা অপরিসীম -আপেল মাহমুদ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ স্টাফ রিপোর্টারঃ দৈনিক পূর্বকোণ তার প্রকাশনার ৪০তম বছরে পদার্পণ উপলক্ষে কক্সবাজার প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় কক্সবাজারেও এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আধুনিকতা, মুক্তচিন্তা ও সুস্থধারার বার্তা নিয়ে ১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি দৈনিক পূর্বকোণের যাত্রা শুরু হয়। বিগত প্রায় চার দশক ধরে পত্রিকাটি চট্টগ্রামের আঞ্চলিক সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ। তিনি বলেন, দৈনিক পূর্বকোণ গণমানুষের কথা বলে। দীর্ঘ ৪০ বছরে এই প্রতিষ্ঠানের সাংবাদিকেরা অনেক সাহসী, সৎ ও দেশপ্রেমিক। তারা দেশে চলমান অনিয়ম নিয়ে কথা বলতে দ্বিধা বোধ করে না। কক্সবাজারের পর্যটন শিল্পকে উচ্চ শিখরে নিয়ে যেতে পত্রিকাটি যেমন ভূমিকা রেখেছে, তেমনি কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে সংবাদ পরিবেশনেও সোচ্চার। প্রশাসনের ইতিবাচক কাজকেও উৎসাহিত করতে তাদের ভূমিকা অনস্বীকার্য। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত এসপি জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম-সেবা) বলেন, ছোটবেলা থেকে প্রিয় পত্রিকা হিসেবে দৈনিক পূর্বকোণ এখনও শীর্ষ অবস্থানে রয়েছে। এই পত্রিকা পেশাদারিত্বকে বুকে ধারণ করে স্বচ্ছতার সাথে এগিয়ে যাচ্ছে ও আরও এগিয়ে যাবে অজস্র বছর। কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সৈকতের সম্পাদক মাহাবুবর রহমান বলেন, ক্লিন ইমেজের সাংবাদিকতায় পূর্বকোণ সুপরিচিত যা আগেও ছিলো, এখনও আছে ও ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাভিশনের জেলা স্টাফ রিপোর্টার মোরশেদুল আলম খোকন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাফর আলম, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান, মোহনা টিভির জেলা প্রতিনিধি মো. বাবুল, বিজয় টিভির জেলা প্রতিনিধি শাহ আলম, এবং দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি এরফান হোছাইনসহ অনেকেই। SHARES জেলার সংবাদ বিষয়: