কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের দাবীকৃত টাকা না দেয়ায়  দম্পতির বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা \ প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিচার দাবী

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

 

৪ এপ্রিল,ভৈরব প্রতিনিধি \

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের দাবীকৃত  ১ লাখ টাকা না দেয়ায়  দম্পতি মোহাম্মদ আলী ও তার স্ত্রী স্মৃতি বেগমের  বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও  সুষ্ঠু তদন্ত করে বিচার দাবী করেছে ভোক্তভোগী পরিবার । আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে ) ভৈরব শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোক্তভোগী মোহাম্মদ আলী ও তার স্ত্রী স্মৃতি বেগমসহ স্বজনরা জানান, তার ভাই ও ভাসুর আকবর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী । তাদের সাথে পারিবারিক রমজানের শুরর দিকে ঝগড়া হয় । ঝগড়ার কয়েক দিন পর গত ৮ মার্চ তার ভাই আকবরের বাড়ি থেকে ভৈরব থানার উপ-পরিদর্শক আল-মামুন ও শ্যামল দেবনাথ পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাজাঁ উদ্ধার করে থানায় নিয়ে যায় । কিন্ত     এ ঘটনায় পুলিশ আকবর ও রুবির নামে  মামলা না দিয়ে  আমাদের কে নানাভাবে হয়রানী করে আসছে এবং ১ লাখ টাকা দাবী করে আসছে । আমি অটোরিক্সা চালায় এবং আমার স্ত্রী পাল সেলাই করে কোন রকমে সংসার চালায় । আমাদের ৩টি সন্তান রয়েছে । তাই আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে উপ-পরিদর্শক আল-মামুন আমাকে ফোনে একাধিকবার হুমকি দেয় যে টাকা না দিলে আমাদের কে উক্ত মাদক মামলার আসামী করা হবে । এর   পর রাত আনুমানিক ১ টার দিকে উপ-পরিদর্শক আল-মামুন আসাকে আমার বাড়ি থেকে আটক করে পুনরায় ১ লাখ টাকা  দাবী করে । পরে ১৫ হাজার টাকার বিনিময়ে আমি তার কাছ থেকে ছাড়া পায় । কিন্ত পরে জানতে পারি আকবর ও রুবির  যোগ সাজশে করে আমাদের কে মাদকে মামলার আসামী করা হয়েছে । তারা আরো জানান পুলিশের হয়রানীর কারনে তারা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন । এতে করে স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন । তাই উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাও পুলিশ মহা-পরিদর্শক,ডিআইজি ও কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ সরকারের কাছে দাবী জানান ।

এ৷ বিষয়ে ভৈরব থানার উপ- পরিদর্শক আল মামুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার বাদী শ্যামল চ্দ্র দেবনাথ অভিযোগ  অস্বীকার করে বলেন, মাদক উদ্ধারের ১ দিন পর মাদক মামলা দায়ের করেছি। তখন আপনারা কোথায়  ছিলেন?