জাতীয়তাবাদী কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

তারিকুল ইসলাম লিটনঃ

জাতীয়তাবাদী কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইউনিয়ন পর্যায়ে সমাবেশ সফল করা লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী কৃষক দলের দেশব্যাপী ১০ই নভেম্বর হতে আগামী ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত কৃষক দলের ইউনিয়ন পর্যায়ে সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়। কৃষক দলের নেতাকর্মীদের প্রত্যাশা ব্যাপক লোক সমাগমের মাধ্যমে সফল করা হবে ইউনিয়ন পর্যায়ে সমাবেশ।

উক্ত প্রস্তুুতি সভায় সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ার মোঃ দৌলতুল্লাহ জামান আনসারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালাহ উদ্দিন খান মিলকী। আরো অন্যান্য কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় আগামী সমাবেশ সফল করার লক্ষ্যে এক যুগে সকলে কাজ করার আহ্বান জানানো হয়।