জীবননগরে মহান স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

 

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর আরাফাত রহমান  কোকো মিনি স্টেডিয়ামে,মহান স্বাধীনতা দিবস

টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হযেছে।

ফাইনালে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন, অংশগ্রহণকারী দল খাঁন জুয়েলার্স একাদশ এবং জীবন নগর ক্রিড়া সংস্থা একাদশ,

খেলায় খাঁন জুয়েলার্স একাদশ ৯ উইকেটে ১০৬ রান করেন,এবং জীবননগর ক্রিড়া সংস্থা একাদশ ৯ উইকেটে ৯৩ রান করেন, ৬ রানে খাঁন জুয়েলার্স চাম্পিয়ান হয়।

ম্যান অব দা ম্যাচ খাঁন জুয়েলার্স একাদশের মোমিন হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবন নগর পৌর বিএনপির সভাপতি ,শাহজাহান কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা ছাত্রদল সদস্য সচিব,জনাব,মকছেদুর রহমান রিমন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, সাবেক খেলোয়াড়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোমিন মিয়া সাবেক খেলোয়াড়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁন মিয়া, আরো উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন,

খেলায় সভাপতিত্ব করেন আব্দুল হামিন মিয়া,
জীবন নগর আড়ৎ কমিটির সভাপতি।