নওগাঁয় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪ জন তামার তার চোরকে আটক করে নওগাঁ সদর থানা পুলিশ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ নওগাঁ: খোরশেদ আলম নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি মোড় হতে উত্তর পশ্চিম অনুমান ৩০০ গজ দূরে আমবাগানের ভিতর ১লা মার্চ ০৯:৩০ ঘটিকার সময় বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুন দ্বারা পুড়িয়া তামার অংশ বাহির করিতেছে এমতাবস্থায়,নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সরাসরি দিক নির্দেশনায় তামার তার প্লাস্টিক থেকে আগুন দিয়ে গলানো অবস্থায় চার জন কে গ্রেফতার করতে সক্ষম হন। উক্ত ঘটনার বিষয়ে রবিবার (২রা মার্চ) দুপুর ১:০০ ঘটিকার সময় নওগাঁ সদর মডেল থানায় প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বিপিএম (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার ) বলেন, নওগাঁ সদর মডেল থানাধীন বরুনকান্দি মোড় হতে উত্তর পশ্চিম অনুমান ৩০০ গজ দূরে আমবাগানের ভিতর ১লা মার্চ ০৯:৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ সাগর (২০) পিতা মোঃ রেজাউল হক টুটুল, সাং-বরুনকান্দি, ২। মোঃ সজিব হোসেন (২৫) পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, সাং-চকপাথুরিয়া, ৩। মোঃ সাঈদ (২৯) পিতা-মোঃ সামাদ, সাং বরুনকান্দি, ৪। মোঃ বিপুল (৩৫) পিতা মোঃ মমতাজ, সাং চকরামচন্দ্র, সর্ব থানা ও জেলা নওগাঁগন সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুন দ্বারা পুড়িয়া তামার অংশ বাহির করিতেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সদর মডেল থানার একটি চৌকস টিম উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় বর্ণিত ০৪ জন আসামীকে আটক করে। তিনি আরো বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি আসামীরা বরুনকান্দি মোড়ে ফিরোজ হোসেনের গ্যারেজ হতে ৩টি তামার তার যাহা ৯০ ফিট লম্বা মূল্য অনুমান ২০,৮০০/-টাকা সহ আরও কিছু লোহার সামগ্রী চুরি করে। যাহার মধ্যে অনুমান ৫০ ফিট লম্বা রাবার গলানো তামার তার আসামীদের নিকট থেকে ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান ১২,০০০/-টাকা। আসামীরা চোরাই মালামাল যে সকল ভাংরি দোকানে বিক্রি করেছে তার তথ্য প্রকাশ করেছে। উক্ত ঘটনায় ফিরোজ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ সদর মডেল থানার মামলা রুজু করা হয়েছে। চোরাই মালামাল গ্রহনকারী ভাংরীর ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে। SHARES অপরাধ বিষয়: