নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ ইট ভাটা ভেঙে দেয় এবং অর্থে দন্ডে দন্ডিত করে

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

 

নওগাঁঃখোরশদ আলম

বাংলাদেশ হাইকোর্টের হুকুমে, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সরাসরি নির্দেশনায়,
অদ্য ১৬/০৩/২০২৫ খ্রিঃ তারিখে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোসাঃ আতিয়া খাতুন এর নেতৃত্বে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স এস এফ ব্রিকস নামক ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় । এছাড়া, ২০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এসময় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, বদলগাছী থানা পুলিশ, আনসার বাহীনির একটি চৌকস দল এবল ফায়ার সার্ভিস মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।