নওগাঁ থেকে মানবপাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার করেছে র্যাব-৫ দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫ খোরশেদ আলম, নওগাঁঃ বিদেশে চাকরি দেয়ার প্রলোভনে বাংলাদেশি যুবকদের বিভিন্ন দেশে পাচার করে জিম্মি ও নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ জেলার রাণীনগর থানার সিঙ্গারাপাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে রাজশাহী র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, কুড়িগ্রামের ইয়াকুব আলী নামে এক যুবক চাকরির আশায় প্রতারিত হয়ে আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। সেখানকার মানব পাচারকারী চক্র তাকে ও আরও অনেক বাংলাদেশিকে নানাভাবে নির্যাতন করে এবং পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ আদায় করে। এই চক্রের নেতৃত্বে ছিলেন জাহিদ হোসেন। পরে দেশে ফিরে ইয়াকুব আলী গত ৯ জানুয়ারি কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করেন। পরে র্যাব অভিযান চালিয়ে মূল হোতাকে গ্রেপ্তার করে। র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হোসেন এই চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারের পর রাতে আসামিকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। SHARES আইন আদালত বিষয়: