নওগাঁ নিয়ামতপুর সহকারী কমিশনারের বাসায় গভীর রাতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

 

নওগাঁঃখোরশেদ আলম

নওগাঁর নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটে।
গুলির বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম জানান, গতকাল রাতে আমার বাসার জানালা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।গুলির শব্দে ঘুম ভাঙ্গে আমার। দুটি গুলির শব্দ শোনার পর বিছানা থেকে উঠে জানালার পাশে আসি। এরপরও আমাকে টার্গেট করে আরও দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলিতে বাসার জানালার গ্লাস ভেদ করে গুলি রুমের ভিতরে প্রবেশ করে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান বলেন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল কে বিষয় টি জানানো হয়েছে। জেলা প্রশাসক বলেন যে কোন ভাবে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে থানায় জানানোর পর আমি সহ অফিসার ইনচার্জ মোঃহাবিবুর রহমান, সহকারী কমিশনার ভূমির বাসা পরিদর্শন করেছি।
সহকারী পুলিশ সুপার মান্দা-নিয়ামতপুর সার্কেল মোঃ জাকির হোসেন বলেন, সহকারী কমিশনার ভূমির বাসায় যে গুলি করছে সেটি দেখে মনে হচ্ছে ইয়ারগান অথবা খেলনা পিস্তলের গুলি। তবে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অফিসার ইনচার্জ মোঃহাবিবুর রহমান কে জিজ্ঞেস করলে তিনি জানান বিভিন্ন স্হানে সিসিটিভি স্থাপন করা আছে, সেগুলো আমরা পরীক্ষা নিরিক্ষা করে দেখছি। প্রকৃত দুষ্কৃতকারী কোন মতে ছাড় পাবেনা, এবিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। বিষয়টি আমরা গভীর ভাবে পর্যবেক্ষন করছি।অতি দ্রুত মূল অপরাধী কে আইনের আওতায় আনতে সক্ষম হবো।