নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আসামী আটক | দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫ নওগাঁঃখোরশেদ আলম নওগাঁ পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল,মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম,পিবিজি এম এস, এর সরাসরি নির্দেশনায়, অদ্য ০৯ এপ্রিল ২০২৫ তারিখ ০২৩০ ঘটিকায় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামস্থ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ ০১জন চোরাকারবারী মোঃ নাসিম হোসেন(২৫), পিতা-মোঃ সাইদুর রহমান, গ্রাম-রামকৃষ্ণপুর, পোষ্ট-কড়িয়া, থানা ও জেলা-জয়পুরহাটকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে ০৩ জন চোরাকারবারী পালিয়ে যায়। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-২,০৭,২০০/-দুই লক্ষ, সাত হাজার দুই শত টাকা। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।তিনি সাংবাদিকদের জানান চোরাচালান রোধে ১৪ বিজিবি দিনরাত কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে একই ভাবে কাজ করবে বলে বিশ্বাস করি। অবৈধ অনুপ্রবেশ,মাদক ও যে কোন চোরাকারবারি কে ১% ও ছাড় দেওয়ার সুযোগ নাই। এবিষয়ে প্রত্যেক বিজিবি সৈনিকদের কোঠর নির্দেশনা দেওয়া আছে। SHARES প্রচ্ছদ বিষয়: