নওগাঁঃখোরশেদ আলম
তারিখঃ ২১ এপ্রিল ২০২৫।
নওগাঁ অদ্য ২১ শে এপ্রিল পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে।
ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃকর্ণেল,মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম,পিবিজি এম এস এর সরাসরি নির্দেশনায় চকিলাম বিওপি’র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আঃ মমিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬৫/১-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকিলাম গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারনে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ১৪ বিজিবি লেঃকর্ণেল,মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজি এম,পিবিজি এম এস।