নওগাঁ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের সমাবেশ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

 

নওগাঁ-খোরশেদ আলম

কারিগরি শিক্ষার মর্যাদা প্রতিষ্ঠা ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো নওগাঁয়ও ছয় দফা দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশ করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নওগাঁ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ কে ঘিরে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ও ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকেন। পরে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো সমাবেশ স্থল।
সমাবেশে শিক্ষার্থীরা “দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”, “কুমিল্লায় হামলা কেন? জবাব চাই”, “নাটকীয় মিটিংয়ের কারণ কী?”, “এসি রুমের বৈঠক আর নয়”, “পলিটেকনিক এক হও”—এসব স্লোগানে শহিদ মিনার এলাকা প্রকম্পিত করে তোলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে এই আন্দোলন। এরই অংশ হিসেবে গত ১৬ এপ্রিল বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত নওগাঁ শহরের ব্যস্ততম ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
পরদিন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে সচিবালয়ে বৈঠক হলেও শিক্ষার্থীরা তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর ১৮ এপ্রিল তারা কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেন এবং ১৯ এপ্রিল পালন করেন ‘রাইজ ইন রেড’ কর্মসূচি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দেশের কারিগরি শিক্ষা খাত বারবার উপেক্ষিত হচ্ছে। অথচ দেশের উন্নয়নে এই খাতের গুরুত্ব অপরিসীম। তাই তারা ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই আন্দোলনে নেমেছেন।

শিক্ষার্থীরা আরও জানান, এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, এটি নিছকই কারিগরি শিক্ষার্থীদের অধিকার রক্ষার লড়াই। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র ও সারাদেশব্যাপী বিস্তৃত হবে বলেও জানান তারা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—কারিগরি শিক্ষা ব্যবস্থায় অবৈধ নিয়োগ বাতিল, ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার নিশ্চিত, শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের সম্পৃক্তকরণ, একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।