নওগাঁ পুলিশের বিশেষ অভিযানে ১০০০ একহাজার পিচ ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫ নওগাঁঃ খোরশেদ আলম নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সরাসরি নির্দেশনায় বিশেষ অভিযানে ১০০০ (একহাজার )পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী নওগাঁ সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত মেছের আলীর ছেলে মোঃ মোস্তফা সরদার (৩৮)। বুধবার (১৯ শে ফেব্রুয়ারি) বিকাল ০৩:৩০ টায় নওগাঁ জেলার সদর থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ( পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) সুপার গাজিউর রহমান বলেন, নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাফিউল সারোয়ার বি পিএম এর সরাসরি দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আসামী হরিরামপুর গ্রামে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছেন। অত্র নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃনূরে আলম সিদ্দিকী এর তত্ত্বাবধানে সদর থানার একটি চৌকস পুলিশ টীম এস আই নুর নয়ন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হলে হরিরামপুর গ্রামস্থ মাজেদ, সাজেদুল এর বিবিসি ইটভাটার ভিতরে কাঁচা রাস্তার উপর উপস্থিত টের পাইয়া ০২ (দুই) জন ব্যক্তি তাদের ব্যবহৃত মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ টিমের সহায়তায় উপরোক্ত ১ নং আসামি মোঃ মোস্তফা সর্দারকে ঘটনাস্থলেই ধাওয়া করে আটক করে এবং অপর একজন আসামি পালিয়ে যায়। এ সময় আসামীর কাছে থাকা ১০০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে। যাহার মূল্য অনুমান তিন লক্ষ টাকা এবং আসামীর ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ও জব্দ করা হয়। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলার রুজু করা হয়েছে। SHARES প্রচ্ছদ বিষয়: