নওগাঁ মহাদেবপুরে বসত বাড়িতে হামলা মোবাইলে ভিডিও করার জন্য পিতা পুত্র ও মাকে জখম

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাজিতপুর গ্রামে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিটের ঘটনায় শুক্রবার (৪ এপ্রিল) থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এক মহিলাসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চেরাগপুর ইউপির বাজিতপুর গ্রামে।বেড়া কেটে জমি দখল নিতে গেলে দখলীয় মালিকের ছেলে মোবাইলে ভিডিও চিত্র ধারন করতে থাকলে বিবাদীগন এলোপাতাড়ি দা,হাসুয়া দিয়ে গুরতর ভাবে ছেলে,বাবা ও তার মাকে জখম করছে। স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে বাজিতপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইদ্রিস আলী, রাব্বানী হোসেন, ফেরদৌস আলী, ফেরদৌস আলীর ছেলে তুহিন ইসলাম ও ইদ্রিস আলীর ছেলে রহিদ আল নূর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোবারক হোসেনের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করতে থাকে। এ সময় মোবারক হোসেনের ছেলে মেহেদী হাসান রাকিব বিষয়টি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকলে বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে। আঘাতটি মেহেদী হাসান রাকিব হাত দিয়ে বাঁধা দেয়ার চেষ্টা করলে তার মাথা ও হাত কেটে গুরুতর রক্তাত্ব জখম হয়। এ সময় রাকিবের ডাক চিৎকার শুনে তার মা রেহেনা ও বাবা মোবারক হোসেন এগিয়ে এলে আসামীদের মারপিটে তারাও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোবারক হোসেনের জামাই আলীপুর গ্রামের আমির উদ্দীনের ছেলে হাসানুজ্জামান বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন।এলাকার লোকজন জানায় বিবাদীরা ৫ ভাই সহ কয়েকজন ভাতিজা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা ছোট বড় কাহাকেও অপমান করতে এতটুকু দ্বিধা করে না কারন তারা ভাই, ভাতিজা বেশ কয়েকজন। ছোটো ভাই রব্বানী তো লেখা পড়া তেমন করে নাই কিন্তু এলাকার লোকজন কে যে কোন বিষয়ে হুমকি ধুমকি দেয়।তাদের ভয়ে কেহ মূখ খোলে না। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।