নওগাঁ মান্দায় ধর্ম বর্ণ নির্বিশেষে পালিত হলো বাংলা নববর্ষের বর্ণিল আয়োজন

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

 

নওগাঁঃখোরশেদ আলম

আজ বাংলা নববর্ষের ১ দিন, ১ লা বৈশাখ। মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহ আলম মিয়ার নেতৃত্বে একটি শোভা যাত্রা শুরু হয়। এসম আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা চেয়ারম্যান, বিএনপি সাঃসম্পাদক (সাবেক )ডাঃমোঃইকরামুল বারী টিপু এমবিবিএস, উপজেলা বিএনপি আহবায়ক মোঃশফিকুল ইসলাম বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমনছুর রহমান, বিএনপির যুগ্ম আহবায়ক মোঃতোফাজ্জল হোসেন টুকু সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র /ছাত্রী বৃন্দ।
শোভাযাত্রা উপজেলা থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষন করে আবারও উপজেলা অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় ঘোড়ার গাড়ি,গরুর গাড়ি রংবেরঙের ফেস্টুন ব্যাবহার করে, তবে চোখে পরার মত ছিল মান্দা উপজেলা পহেলা বৈশাখের অনুষ্ঠানের মঞ্চটি।এমন ভাবে মঞ্চটি সাজানো হয়েছে যা চোখে পরার মত।বাংলা ও বাঙালির সকল কৃষ্টি ক্যালচার মঞ্চের মাঝে তুলে ধরা হয়েছে।
১২ টার পরে চলে সবার জন্য বাংলার ঐতিহ্যবাহী পান্তা ভাত খাওয়া। যা উপস্থিত সবার জন্য উন্মুক্ত।
দূপুরে জহুরের নামাজ শেষে আবারও শুরু হয় বিভিন্ন শিল্পীদের আঞ্চলিক ও বিভিন্ন গান বাজনা যা মান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহা আলম মিয়া, নিজে থেকে উপভোগ করেন।

মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জ্বল হোসেন টুকু,মোজাম্মেল হক মুকুল প্রমুখের নেতৃত্বে উপজেলার কামারকুড়ি হাইস্কুলের মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে কামারকুড়ি মাঠে পান্তা উৎসব হয়।