নড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

আফজাল হোসেন নড়াইল থেকে,
নড়াইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘর পক্ষ থেকে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় ১৫০ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
ঊষার আলোর সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী মো. কালাম হোসেন।
এ ছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ ও সংগঠনের সদস্য কাজী মৌসুমী আফরোজের যুথীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম‍্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, সংগঠনটির প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম ও নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এসএম সালাউদ্দিনসহ আরো অনেকে।