নরসিংদীর বেলাবতে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

 

স্টাফ রিপোর্টার
বিএনপির’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন কে তৃণমুলের ভোটে নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করায় বেলাব উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়রছে। মিছিল টি বারৈচা বালিকা মাদরাসার সামনে থেকে বের হযে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায মিলিত হয।

এইসময় উপস্থিত ছিলেন তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন,বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি), নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ মাসুদ রানা, পাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুয়েল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো:আকাশ মিয়া, হাজী জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেল’সহ প্রমুখ।