ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের গণহত্যা নির্যাতনের প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল 

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

 

২৫ এপ্রিল, এম এ হালিম, বিশেষ প্রতিনিধিঃ  ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের গণহত্যা নির্যাতনের প্রতিবাদে ভৈরবে হেফাজতে ইসলামের  বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়েছে । ভৈরব  ঈমাম উলামা পরিষদের আয়োজনে আজ শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড নুরানী মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে বাজিতপুর ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ আহাদের সভাপতিত্বে বক্তব্য  রাখেন খেলাফতে মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি

মওলানা সাইফুল ইসলাম সাহেল,  ভৈরব ইমাম -উলামা পরিষদের সাধারণ সম্পাদক

মওলানা এনায়েত উল্লাহ ভৈরবী,

হাফেজ মওলানা শফিকুল ইসলাম জেহাদি ও ,

মুফতি আরিফুল ইসলাম প্রমূখ ।

সভাপতিত্ব করেন: মওলানা  আ: আহাদ, – কর্মীরা বক্তব্য রাখেন, এ সময়  তারা বলেন ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিধন ও নির্যাতন করা হচ্ছে । তাই মুসলমানদের হত্যা ও নির্যাতন বন্ধ করার জন্য  সারাবিশ্বে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এছাড়া হেফাজতে ইসলামের  নেতা- কর্মীদের নামে  বিগত সরকারের  আমলে দায়ের করা মামলা  প্রত্যাহারের দাবী জানান। তাছাড়া তাদের ১০ দফা দাবী বাস্তবায়নের দাবি ও জানান।