বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

লাল সবুজের দেশ রিপোর্ট:

সাবেক সেনানেতা মাওলানা রইস উদ্দিন গাজীপুরের হায়দরাবাদের একটি মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন।এলাকার চিহৃিত বাতিলদের সাথে তার আক্বিদাগত বিরোধ ছিল।প্রিয় রইস এলাকার মুসল্লিদের নিয়ে ২৬ এপ্রিলের মহাসমাবেশে যোগ দেয়ার কারণে বাতিলদের রোষানলে পড়েন।সোহরাওয়ার্দি উদ্যান থেকে আসার পর ২৭ এপ্রিল তাকে অপবাদ দিয়ে পৈশাচিক নির্যাতন করা হয়।মারাত্মক আহত অবস্থায় পুলিশ প্রশাসনও তার চিকিৎসার ব্যবস্থা করেনি। তিলে তিলে আঘাত পেয়ে তার মৃত্যু হয়।প্রথমে মব জাস্টিসের নামে বাতিলদের নির্মম নির্যাতন,পুলিশি অবহেলা এবং নির্যাতন, সর্বশেষ বাতিলদের পেইড এজেন্ট হলুদ মিডিয়া কর্তৃক অপবাদ দিয়ে হত্যাকান্ডকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা। রইস হত্যাকান্ডে তিনটি বিষয় গুরুতর।সেনানীরা গাজীপুরে সরেজমিন গিয়ে এলাকাবাসী এবং তার খেতাবতকৃত মসজিদের মুসল্লিদের ভিডিও সাক্ষাৎকার নিয়েছে।সবাই তার চারিত্রিক ব্যবহার আচরণের প্রশংসায় পঞ্চমুখ। তা পর্যায়ক্রমে অফিসিয়াল পেইজে প্রচার হবে। প্রতিটি জেলা- উপজেলায় রইস হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করুন।