বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস ময়মনসিংহ শাখার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম, তালতলা মাদরাসা, ঢোলাদিয়ায় ময়মনসিংহের মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস-এর আয়োজনে মঙ্গলবার ২৫ (মার্চ) এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে অংশগ্রহণ করেন মাদরাসার শত শত এতিম শিশু শিক্ষার্থী, ময়মনসিংহ বিভাগীয় কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পিবিআই’র কর্মকর্তা, জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, জামায়েত ইসলামের আমীরসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ। মাহফিলে প্রায় হাজার খানিক রোজাদার উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করেন মানবাধিকার সংগঠনের ময়মনসিংহ শাখার সভাপতি সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো: সাদেকুর রহমান। ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামীম হযরত মাওলানা আব্দুর রাহমান হাফেজজী হুজুর। তিনি আল্লাহর কাছে দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করেন। দোয়া শেষে উপস্থিত সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন। ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী মজিবুর রহমান শেখ মিন্টু বলেন ‘‘এ ধরনের মাহফিল আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সৃষ্টি করে। মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি, সকল মানুষের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করা জরুরি।’’ এছাড়াও বিএমইউজে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন ভাতৃত্বের বন্ধন সৃষ্টির নজির স্থাপনে এতিম শিশু শিক্ষার্থীসহ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার শত সহস্র লোকের উপস্থিতে এমন ইফতার মাহফিল আয়োজন সফলতার সাথে সম্পন্ন করায় মানবাধিকার সংগঠনের সভাপতি সাংবাদিক সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সকলেই সন্তোষ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন। সমাজের অবহেলিত ও অসহায় জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস ইতোমধ্যেই একটি মাইলফলক সৃষ্টি করেছে। মানবাধিকার রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস দীর্ঘদিন ধরে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে আসছে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। SHARES জেলার সংবাদ বিষয়: