ভৈরবে টিকিটসহ কালোবাজারী গ্রেফতার

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

২৩ জানুয়ারী, এম এ হালিম, ভৈরব প্রতিনিধি ঃ ভৈরব রেলওয়ে পুলিশ টিকিটসহ কালোবাজারী ১ কালোবাজারী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হৃদয় নরসিংদীর সদরের মানিক মিয়ার পুত্র বলে জানা গেছে । রেলওয়ে পুলিশ জানায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী রেলওয়ে ষ্টেশনের ১ নং প্লাটফর্ম থেকে চট্রগ্রামগামী ট্রেনের ৩৩ টি আসনের ১২ টি টিকেটসহ তাকে গ্রেফতার করা হয় । সে দীর্ঘদিন ধরে ফেসবুক পেজের মাধ্যমে অভিনব কায়দায় কালোবাজারীতে টিকিট বিক্রি করে আসছে। এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ আহেমদ ( পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরন করা হবে।