ভৈরবে মাদকাসক্ত বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ বিশেষ প্রতিনিধি এম আর ওয়াসিম কিশোরগঞ্জের ভৈরবে মাদকাসক্ত বন্ধুর ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন।গতকাল ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় রহস্য জনক কারনে এঘটনা ঘটে। নিহতের নাম সোহাগ মিয়া (৩৫)। নিহত সোহাগ মিয়া শিবপুর ইউনিয়নের শম্ভু পুর বড় কান্দা পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে বলে জানা যায়। সে শিবপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক বলেও জানা যায়।এলাকাবাসীর নিকট থেকে প্রাথমিক তথ্য সূত্রে জানা যায় ভৈরব পৌর শহরের লক্ষীপুর গ্রামের শেষ সীমানার রেলের উপর বসা ছিল দুই বন্ধু সোহাগ ওজসিম এবং এক পর্যায়ে দুই বন্ধুর মাঝে বাক বিতন্ডের হলেএক পর্যায়ে একই এলাকার কফিল মিয়ার পুত্র জসিম মিয়া সোহাগ কে বুকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়েলে আশ৷ পাশের লোকজন তার পরিবারে খরব দেয়।পড়ে সোহাগের পরিবার বর্গ তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষনা করে। কিন্তু কি কারনে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে সেই রহস্য এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু তারপরিবার বর্গের অভিযোগ তাকে কেউ পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করিয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করে। কিন্তু কি কারনে এমনটা করা হলো সেই রহস্য এখনো উদঘাটন হয়নি। নিহত সোহাগ পূর্বে ভৈরব বাজারে নিউমার্কেটে কাপড়ের ব্যবসা করত। বর্তমানে সে বাড়িতে থেকে তাদের কয়েকটি গরু রয়েছে তা দেখা শোনা করত। নিহত সোহাগ বিবাহিত এবং তার তিনটি সন্তান রয়েছে বলে জানায় তার বোন রুনা বেগম তিনি আরো জানান তারা তারা মোট আট ভাই বোন। এর মধ্যে দুই ভাই ইতালি থাকে। সোহাগ পরিবারের বড় ভাই তার বড় একবোন রয়েছে। এছাড়াও সোহাগ ইতালি যাওয়ার জন্য কাগজ পত্র জমা করেছে বলে জানায় সোহাগের বোনেরা৷ তারা দাবী করেন তাদের ভাই কে কেউ না কেউ পূর্ব পরিকল্পিত ভাবে সোহাগ কে হত্যা করিয়েছে। তারা সরকারের নিকট সোহাগের হত্যাকারীর ফাঁসি দাবী করেছেন। এবিষয়ে ভৈরব থানার এস আই শাখাওয়াত বলেন, উক্ত ঘটনার বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান ছুরিকাহত সোহাগ কে হাসপাতাল আনার আগেই সে মৃত্যু বরণ করে। পরে আমি ভৈরব থানা পুলিশ কে বিষয়টি অবগত করি। এবিষয়ে ভৈরব থানার এস আই শাখাওয়াত বলেন, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট থেকে খরব পেয়ে এখানে আসি। এসে সোহাগের মরদেহ দেখতে পায়। এখন তার মরদেহ সুরতহাল করে কিশোরগঞ্জে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। SHARES অপরাধ বিষয়: