স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ শহরের চরপাড়ায় যানজট নিরসনে রাস্তার দুপাশে ফুটপাতে দোকানপাট ও যানবাহন পার্কিং উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান।
ময়মনসিংহের চরপাড়ায় মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রাস্তার উপরের অস্থায়ী দোকানপাট ও যানবাহন পার্কিং উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ। ২৭ এপ্রিল রবিবার বিকেলে শহরের চরপাড়া মোড় হতে মেডিকেল কলেজ গেইট পর্যন্ত এ অভিযানটি কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো:শফিকুল ইসলাম খানের নির্দেশনায় ও তার নেতৃত্বেই পরিচালিত হয়েছে।
এই অভিযানে অংশ গ্রহণ করেন শহরের ৩ নং পুলিশ ফাঁড়িসহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভি্যান পরিচালনা বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান বলেন জনসাধারণ ও পথচারীদের সুবিধার্থে এই অভিযান অব্যাহত থাকবে।তিনি সকলকেই আইন মেনে চলার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।