ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দালাল আটক-১৪ ; বিভিন্ন মেয়াদে সাজা দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতাল ও চরপাড়ার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মন্টু মিয়া, মো. মাসুদ, মো. আলাল উদ্দিন, বিজয় দাস, আকাশ, সোবাহান মিয়া, সুমন মিয়া, শাহাদাত হোসেন বাবু, সাকিব হোসেন আলিফ, আনিস হোসেন রকি, হামিদুল ইসলাম রবিন, সাদ্দাম। আটককৃত দালালদেরকে মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর ধারা-১৮৬ মোতাবেক দোষী সাব্যস্ত করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং গ্রেফতারকৃত নারী দালাল পারভিনকে একমাস এবং মো. আশরাফুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ফার্মেসিতে অবৈধ ঔষধ রাখার অভিযোগে ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল দালাল মুক্ত করতে র্যাবের এ ধরণের অভিযান অব্যহত থাকবে। SHARES আইন আদালত বিষয়: