মাদারীপুরে শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

 

শিবচর মাদারীপুর প্রতিনিধি :
মো: রিয়াজ রহমান

মাদারীপুরে শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমরান হাওলাদার (৩০), মোয়াজ্জেম হোসেন হাওলাদার(৪৯) ও সোহেল হাওলাদার (৩০)নামের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার বিকাল চারটা দিকে শিবচর উপজেলার ভান্ডারিকান্দি এ এম উচ্চ বিদ্যালয় সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা গেছে, শিবচর উপজেলা ভান্ডারিকান্দি ইউনিয়ন এলাকার একদিন আগে বিল্লাল হাওলাদার সাথে ইমরান হাওলাদার তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলছিল। আজ বিকালে সালিশ বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু সালিসি বৈঠক আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ বিকেল চারটা দিকে এলাকার বাড়ি থেকে ভান্ডারিকান্দি হাই স্কুলে সামনে রাস্তা দিয়ে সালিশের উদ্দেশ্য যাচ্ছিলেন ইমরান হাওলাদার। এমন সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হানিফ,রাছেল,সজিব রোকনসহ অজ্ঞাত ৫/৬জন মিলে ইমরান হাওলাদার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে মোয়াজ্জেম ও সোহেল হাওলাদার উপর হামলা চালিয়ে ওরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোহেল হাওলাদার মাথায় ৯টি সেলাই দেওয়া হয়েছে।

আহতদের পরিবার অভিযোগ করে বলেন, ইমরান, সজিব সাথে শনিবার রাতে কথা কাটাকাটি হয়। এতে এলাকার লোকজন বাধা দেয়। তাই ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার জন্য পরিকল্পিত ভাবে দিনে দুপুরে হানিফ রাসেল সজিব রোকনসহ অজ্ঞাত ৫/৬ মিলে স্যান নিয়ে তাদের উপর হামলা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। আমরা এ ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলুক শাস্তি চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।