রাজারহাটে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ ছয় জুয়ারিকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। থানা পুলিশ জানায়, গত রোববার ৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চাকির পশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিলের ধারে ভুট্টা ক্ষেতের পাশে খালের মধ্যে জুয়া খেলা অবস্থায় মোট ছয় জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১। মোঃ নুর জামাল (৪০) ২। মোঃ রফিকুল ইসলাম (৫৫),৩। শ্রী জামিনী কান্ত (৩৮) ৪। মোঃ শফিকুল ইসলাম (৩৯) ৫।মোঃ ছালাম মিয়া (৫৫) ও ৬। মোঃ মজিবর রহমান ( ৪০)। তারা সকলেই রাজারহাট উপজেলার স্থানীয় বাসিন্দা। এসময় আরও ১৫ জনের মতো পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে জুয়া খেলা অবস্থায় মোট ২৪ হাজার ৩৫০ টাকা, জুয়া খেলার গুটি ছয়টি, জুয়া খেলার ডাব্বু একটি, মোবাইল ব্যাটারি দ্বারা নির্মিত লাইট একটি, বিভিন্ন মার্কা বিশিষ্ট জুয়ার গুটি ফেলার প্লাস্টিকের পেপার ও জুয়া খেলতে বসার প্লাস্টিকের চট জব্দ করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে গ্রেফতারকৃত জুয়ারিদের নামে নিয়মিত মামলার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়া বন্ধে উপজেলায় পুলিশ প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। SHARES প্রচ্ছদ বিষয়: