রাজারহাটে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের সাথে নির্বাচন কমিশনার সানাউল্লাহর মতবিনিময় অনুষ্ঠিত দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ২৬ জানুয়ারী রোববার দুপুর ১২ঃ০০ঘটিকায় উপজেলার সরকারী মীর ইসমাইল হোসেন কলেজ হল রুমে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের সাথে মত বিনিময় করেন। উক্ত মতবিনিময়ে ছাত্র সমাজ,শিক্ষক সমাজ,সচেতন নাগরিক সহ সাংবাদিকগন অংশ গ্রহণ করেন। মতবিনিময় কালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন আগামী নির্বাচন স্বচ্ছ ও প্রশ্নহীন করতে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা তৈরি করা হবে। বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকার খসড়া প্রণনয় করে আগামী ২রা মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এছাড়াও দ্বৈত ভোটারদের চিহ্নিত করে তা সংশোধন করা হবে বলে নিশ্চিত করেন। মতবিনিময় কালে কমিশনারের সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক উত্তর কুমার,কুড়িগ্রাম জেলা নির্বাচন কমিশনার মোঃ আলমগীর হোসেন,রাজারহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সুপ্ত করিম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: