শিবচরের অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার ঘটনায় যৌথবাহিনীর অভিযান দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ মো: রিয়াজ রহমান শিবচর মাদারীপুর প্রতিনিধি:- ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা। রোববার(৬ এপ্রিল) সকাল থেকেই ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে এক্সপ্রেসওয়েতে। জানা গেছে, রোববার (৬ এপ্রিল) সকাল থেকেই এক্সপ্রেসওয়ে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের চাপ দেখা যাচ্ছে। এছাড়াও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে গাড়ির জন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভাঙ্গা-ঢাকা এবং শিবচর-ঢাকা গামী লোকাল বাসে যাত্রীদের বেশ ভিড় রয়েছে সকাল থেকেই। এছাড়াও ইজিবাইক, ভ্যান, মাহিন্দ্রা, সিএনজিসহ থ্রি-হুইলারের ব্যস্ততারও বেড়েছে। বিভিন্ন গ্রাম থেকে মহাসড়কের বিভিন্ন যাত্রী ছাউনিতে থ্রি-হুইলারে এসে নামছেন যাত্রীরা। এদিকে পাঁচ্চর – ঢাকার বাস ভাড়া যাত্রী প্রতি ভাড়া ২ শত ৫০ থেকে ৩ শত টাকা আদায় করা হচ্ছে। যাত্রীদের ভিড়ের ছবি তুলতে গেলে স্থানীয় এক সাংবাদিককে হেনস্তা করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় বাসের কর্মচারীরা। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেয়ে বিকেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। এসময় পাঁচ্চর গোল চত্বরে ৫ টি যাত্রীবাহী পরিবহনকে ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত এবং শিবচর পৌর বাসস্ট্যান্ড থেকে ১০ গাড়ি হতে ৩ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমান করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পারভীন খানম বলেন ঈদের ছুটি শেষে ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে। এখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়েছি। ৫ টি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। SHARES প্রচ্ছদ বিষয়: