শিবচরের ঐতিহ্যবাহী হেলিপোর্ট মাঠ ব্যবসায়ীদের দখলদারী মুক্ত করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসেবে দেখতে চায় এলাকাবাসী। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫ শিবচর মাদারীপুর প্রতিনিধি : মো: রিয়াজ রহমান মাদারীপুরে শিবচরের ঐতিহ্যবাহী হেলিপোর্ট মাঠ ব্যবসায়ীদের দখলদারী মুক্ত করে “কেন্দ্রীয় ঈদগাহ মাঠ” হিসেবে দেখতে চায় এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। ছাত্ররা জানান, তৎকালীন এরশাদ সরকারের আমলে এই মাঠকে হেলিপোর্ট মাঠ হিসেবে স্বীকৃতি দেয়াহয়। এবং এই মাঠের মাঝখানে ইটের সলিং দিয়ে একটা হেলিপ্যাট বসানো আছে। তৎকালীন নব্বই দর্শন ও ২০০৪ সালের দিকেও এই মাঠে হেলিকপ্টার ওঠানামা করতে দেখা যেত। এর বিভিন্ন রাজনৈতিক মহলের প্রভাবে এই মাঠে পাটের হাট বসতো।। এবং পাশাপাশি স্থানীয় শিশু কিশোরেরা খেলাধুলা করতো। এর পরে ২০০৮ সালের সংসদ নির্বাচনের পরে আস্তে আস্তে বালু ব্যবসায়ীদের দখলে চলে যায়। মাঠের বিভিন্ন জায়গায় ইট বালু ও পাথর রেখে মাঠটি সংকুচিত করে ফেলে। এতে করে স্থানীয় শিশু কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে যায়। এই মাঠ এখন আর খেলাধুলা করার মত কোন অবস্থায় নেই। প্রাই ১২ বছর যাবৎ এই মাঠ এই ভাবে অযতনে পরে আছে। “স্থানীয় এলাকাবাসীরা বলেন”এই মাঠের পশ্চিম পাশ দিয়ে একটা ১২ ফুট রাস্তা মেইন রোড থেকে দক্ষিণ দিক দিয়ে উপজেলা পরিষদ এরিয়ার ৪ নং ওয়ার্ডের পূর্ব দিকে চলে গেছে। এই রাস্তা দিয়ে দিনে ও রাতে আমরা এলাকার বাসিন্দারা চলাচল করি। তবে প্রায়ই দেখা যায় এই রাস্তা আটকিয়ে ব্যবসায়ীরা ইট ও পাথর ভাঙ্গায় ব্যস্ত হয়ে পড়ে। এবং রাস্তায় বালু ঢেলে রাস্তা বেশি অংশই বন্ধ করে রাখে। এতে করে স্থানীয় জনগণের অনেক ভোগান্তি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ভ্যান ও প্রাইভেট কার ঢুকতে না পারায় ওই স্থানথেকে নেমে ৩০০-৪০০ মিটার পথ হেঁটে যেতে হয়। কোন বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস এর গাড়ি যাওয়ার মত ব্যবস্থা থাকেনা। এরা সরকারি রাস্তা আটকিয়ে প্রায়ই ইট ভাঙ্গে। এতে করে শিবচর উপজেলা পরিষদ এলাকার পূর্ব পাশের প্রাই ১৫০ বাড়ির, বাসিন্দাদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। রাত হলেই এই মাঠের রুপ চেঞ্জ হয়ে যায়, জুয়া ও মাদকাসক্তদের আস্তানা গড়ে ওঠে। এমন কি জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়া, কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ও এখানে প্রতিনিয়তই ঘটে থাকে। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি যেহেতু জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে শিবচরে গত তিন মাসে কয়েকটা মা*ডা*র হতে দেখা গিয়েছে। তাই কোনরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিৎ। এবং এই হেলিপোর্ট মাঠটি প্রভাবশালী দের দখলে এভাবে অযতনে ফেলে না রেখে, সংস্কার করে যেহেতু শিবচর উপজেলায় একটা স্বীকৃত “ঈদগাহ মাঠ ” নেই তাই এইমাঠকে শিবচরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসেবে স্বীকৃতি চায়। এবং সেই সাথে ঈদগাহ মাঠে স্থানীয় শিশু কিশোর দের খেলার সুযোগ করেদিলে শিশু কিশোরেরা মোবাইলে আসক্ত না হয়ে খেলার মাঠে ফিরবে। এতে করে শিশু-কিশোরদের মেধার বিকাশ ঘটবে। সার্বিক দিক বিবেচনা করে এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্ররা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চান বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের। SHARES প্রচ্ছদ বিষয়: