শিবচরে পাওনা টাকা চাওয়ায় খুন হতে হলো কামরুল চৌকদার

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
  • মো:রিয়াজ রহমান
    শিবচর মাদারীপুর প্রতিনিধি-

মাদারীপুর শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন (প্রেমতলা ব্রিজ) এর নিকট হইতে কামরুল চোকদার,(৩২) নামক এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল-২০২৫) সকালে শিবচর উপজেলার কাদির পুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজ নামক ব্রিজ সংলগ্নে জখমকৃত রক্তাক্ত অবস্থায় লাশটি দেখতে পায় মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এই ঘটনায় অত্র এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহত কামরুল চোকদার শরীয়তপুর জেলার জাজিরা থানার বি.কে নগর, সরদার কান্দি গ্রেমের দাদন চোকদারের ছেলে। ঘটনার সূত্রে জানাযায় বিদেশ জেতে কামরুল চৌকদার টাকা জমা দেয় একপর্যায়ে বিদেশ জেতে না পেরে কামরুল চৌকদারের পিতা দাদন চৌকদার স্থানীয় শালিস ইদ্রিস সর্দার, কালাচান সর্দার সহ গন্যমান্য দের নিয়ে শালিস বৈঠক হয় সেই দরবারে প্রভাব শালি হুকুমালী আকনের পূত্র মেহেদী কামরুল কে দেখে নেবার হুমকি দেয় তাহার জের ধরেই বুধবার রাত ১০ ঘটিকায় কামরুলের ফোনে ফেন দিয়ে ডেকে নেয় রাতে কোন খোজ খবর না পেয়ে সকালে বিভিন্ন জায়গায় খোজ নিয়ে লাশের সন্ধান পায় শিবচর উপজেলার কাদির পুর এলাকায়। এ হত্যাকান্ড ঘটিয়েছে কি ভাবে ঘটিয়েছে তৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলছে পুলিশ, তবে নিহতের পরিবারের অভিযোগ- পাসের গ্রামের বন্ধু মেহেদি সরদার লোকজন নিয়ে নির্মমভাবে কুপিয়ে কামরুল কে হত্যা করেছে। আমরা হত্যাকারীর ফাসি চাই।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন ঘটনাটি গুরুত্বের সহকারে তদন্ত করা হচ্ছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে আমরা কাজ করছি এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার জন্য অভিযোগ কারী থানায় অবস্থান করছেন এবং অপর দিকে মামলা না হয় সেই চেষ্ঠায় মেহেদীর বোন সহ একাধিক প্রভাব শালি লোকজন থানার সামনে অবস্থান করছে, শিবচর থানার সামনে থেকে মেহেদির বোন ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কে ডিউটি অফিসার এর রুমে নজর বন্ধি করে রেখেছেন।