শিবচরে ১৪ বছরের তরণী রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

 

মো: রিয়াজ রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরে ভাড়া বাসা থেকে লিমা আক্তার (১৪) নামের এক তরুনীর রহস্যজনক আত্মহত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলার উমেদপুর ইউনিয়নের পাওয়ার হাউজ এলাকায় রত্তন খাঁনের বাড়ির এ ঘটনা ঘটে।

নিহত লিমা আক্তার মাদারীপুর জেলার ফেরিঘাট এলাকার শুক্কুর খলিফার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেল উমেদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রত্তন খাঁনের বাসার একটি টিনের ভাড়া বাসায় দীর্ঘ ৪ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছে শুক্কুর খলিফা। জীবিকা নির্বাহ জন্য শুক্কুর খলিফা সকালে বাসা থেকে বের হন। এতে বাসায় লিমা ও তার মা ছিলেন। বেলা ১১ টার দিকে লিমাকে খুজে না পেয়ে ঘরের দরজা বন্ধ পান। এরপর কয়েকজন মহিলা ও নিহতের মা ডাকা ডাকি করেন। কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঢুকে দেখেন লিমা ঘড়ের কাঠের সাথে ওড়না বেধেগলায় ফাঁস দিয়ে ঝুলছেন ও পাঁ নাড়াচ্ছেন।

তাৎক্ষণিক তারা ধারালো বটি দিয়ে ওড়না কেটে ফ্লোরে নামায়। ফ্লোরে থাকা অবস্থায় তখনই লিমা এর শরীর নিস্তেজ হয়ে যায়। আশেপাশে কোন পুরুষ লোক ও গাড়ি না থাকায় হাসপাতালে নিয়ে যেতে পারেনি তারা।

এ সময় নিহতের বাবা শুক্কুর খলিফা ডি,এস,বি পুলিশ মো: ইমরা কে জানায় তাদের পৈত্রিক ভিটা জেলার শিরুয়াইল ইউনিয়নে কিন্তু তাদের বাবা ভিটা বিক্রি করে দিয়েছেন। এখন কাজের সুবাদে মাদারীপুরের বিভিন্ন স্থানে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করেন। কিন্তু তিনি আর তার স্ত্রী মালেকা তারা দুজনেই তার শশুর বাড়ি মাদারীপুর ফেরিঘাট এলাকার স্থানীয় ভোটার। আমি আজ সকালে বাড়িতে ছিলামনা কাজে বেরহয়েছিলাম খবর পেয়ে এসে দেখি এই অবস্থা।

শিবচর থানার অফিসার ইনচার্জ রতন শেখ বলেন প্রার্থমিক ভাবে আত্মহত্যা মনে হচ্ছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা মর্গে প্রেরণ করছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সত্যতা জানা যাবে।