মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি :
বাংলা নববর্ষে শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ বাস সার্ভিস কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ আব্দুর রউফ। কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫টি বাস দিয়ে যাত্রা শুরু হলো।
এ সব বাস জেলা সদরসহ অন্য ৪ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নির্দিষ্ট রুটে চলাচল করবে। বাস সার্ভিস পেতে শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। আইডি কার্ড ছাড়া এ সেবা দেয়া হবে না। বাসগুলো প্রত্যেকটি রুটের প্রান্ত থেকে সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর সরকারি কলেজের উদ্দেশে যাত্রা শুরু করবে। প্রতিদিন শেরপুর সরকারি কলেজ থেকে দুপুর আড়াইটার দিকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।