সরাইল উপজেলা প্রশাসনের অভিযানে ট্রাক সহ মাটি ব্যবসায়ী আটক ১০ দিনের কারাদণ্ড। দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান । ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিল এলাকায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইনের নেতৃত্বে ধরন্তি বিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় একদল কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে ট্রাকে ভরছিল। উপজেলা প্রশাসনের অভিযান টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল নেত্রকোনা দুর্গাপুর উপজেলার শংকরপুর এলাকার রহম আলীর ছেলে এরশাদ (৪৫) কে আটক করে সঙ্গে মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে আটককৃত এরশাদকে উক্ত আইনের ১৫(১) ধারায় ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়। SHARES প্রচ্ছদ বিষয়: