সিরাজদিখানে জৈনসার প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ সিরাজদিখান প্রতিনিধিঃ ‘শতবর্ষে শত প্রাণ, এসো মিলি ঐক্যের বন্ধনে’ এই শ্লোগানে পালিত হলো প্রাচীন বিদ্যাপীঠ জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠান। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রু) সকাল হতে সন্ধ্যারাত পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে একে একে উপস্থিত হতে থাকে প্রবীণ ছাত্রছাত্রীরা। বিদ্যালয় প্রাঙ্গণ সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে যেন বাঁধভাঙ্গা আনন্দ আর উৎসবের সৃষ্টি হয়েছে সেখানে। বিশাল প্যান্ডেল জুড়ে চলে দিনভর বিভিন্ন ব্যাচের শৈশবের কথা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সংবর্ধনা। ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সেলফি আর ফটোসেশন। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠি বা প্রিয় বান্ধবীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক জাকারিয়া তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন গুণী শিক্ষার্থীরা। তাদের মধ্যে রয়েছেন রুপালি ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোঃ ইসমাঈল হোসেন শেখ, জাতীয় রাজস্ব বোর্ডের উপপরিচালক মোঃ রেজাউল করিম, মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর খুরশিদ আলমসহ ডাক্তার, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিবর্গ। সকলের স্মৃতিচারণে অনুষ্ঠান প্রাঙ্গণ আলোড়িত হয়ে ওঠে। বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘গৌরবের ১০০ বছর’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, বর্তমান জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ‘জৈনসার মাইনর স্কুল’ নামে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৫ সালে। SHARES সারা বাংলা বিষয়: