সিরাজদিখানে প্রবাসী সৈকতের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন 

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

 

সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রবাসী সৈকতের হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলকাবাসী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় খালপার-চিত্রকোট সড়কে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশনেয় ৫শতাধিক নারী-পুরুষ  ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন,  সৈকত সৌদি প্রবাসী যবক। সে দুই মাসের ছুটিতে দেশে এসেছে। দেশে আসার আট দিনের মাথায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে সৈকতের হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন, নিহতের মা হাজেরা বেগম , নিহতের ভাই জহিরুল হক জহির, বোন রেহানা বেগম, মনোয়ার হোসেন, ইলিয়াস উদ্দিন আহমেদ, রিয়াজ মাহামুদ মান্নানসহ আরো অনেকে।

তারিখঃ ৩১/০১/২০২৫ইং