সিলেটের জকিগঞ্জে ৮০০ পিছ ইয়াবা সহ যুবক গ্রেফতার ।

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

 

আনোয়ার হোসেন, সিলেট

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ০৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০২.৪০ ঘটিকার সময় জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত ০৯ নং ওয়ার্ডের মাইজকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ এনাম উদ্দিন (৫২), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-মাইজকান্দি পূর্ব, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতারপূর্বক দেহ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে জকিগঞ্জ থানার মামলা নং-১০ তারিখ-০৯ এপ্রিল ২০২৫ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (খ) রুজু করা হয়।