সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার দৈনিক লাল সবুজের দেশ দৈনিক লাল সবুজের দেশ প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ কে এম রায়হান সিলেট:: সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যটি এক ক্ষুদেবার্তায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।গ্রেফতারকৃত অয়ন দাস (২৭) সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার প্রমুক্ত একতা ১৭৮/৮-এর বিমল কান্তি দাসের ছেলে। সিলেট কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।পুলিশ ক্ষুদেবার্তায় জানিয়েছে, অয়ন দাস নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। তবে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সভাপতি বলে জানা গেছে। SHARES অপরাধ বিষয়: