হারানো বিজ্ঞপ্তি :

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

হারানো বিজ্ঞপ্তি :
নাম: শিল্পী বেগম
বয়স -৩৫,
গায়ের রং শ্যামলা,
পিতা: মৃত: হাফিজ উদ্দিন,
গ্রাম: আগানগর, থানা: ভৈরব, জেলা:কিশোরগঞ্জ।

গত ১৬ই ডিসেম্বর রোজ সোমবার ঢাকা মহাখালী থেকে ভৈরব যাবার পথে মেয়েটি হারানো গিয়েছে। হারানোর সময় পরনে ছিল গোলাপী রঙের জামা ও কালো সোয়েটার।
মেয়েটি মানসিক ভাবে অসুস্থ ও চিকিৎসাধীন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বনানী থানায় একটি সাধারণ ডায়রি করা হয় যাহার নং -১২৮৫
যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকেন তাহলে মেহেরবানী করে নিম্ন ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল। সন্ধান প্রার্থী: শিউলি সুলতানা, বাসা: জিপি-গ-৬৭, মহাখালী, বনানী -১২১২
মোবাইল: ০১৯৩৫-৫৬৬৩০২, ০১৯১৮-০৩৮৬৮৬