ভৈরবে ৪ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

 

এম এ হালিম, বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবে ডাকাতির প্রস্তুতি কালে একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি চিহ্নিত ডাকাত দলের সক্রিয় সদস্য  ৪ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো  শম্ভু পুর গ্রামের মোন্তাইলা ডাকাতের পুত্র  মোহাম্মদ আলী লিটন (৪৩) ঘোড়াকান্দা গ্রামের ছিদ্দিক মিয়ার পুত্র  ফয়সাল আলম দিপু  (৩২), শম্ভুপুরের ফাড়ি রঘুনাথ পুর গ্রামের শহর আলীর পুত্র  আঃ রহিম (২২) ও ভৈরব পুর গ্রামের কামাল মিয়ার পুত্র  হাবিবুল্লাহ আলিফ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  ভৈরব  থানার উপ- পরিদর্শক  এমদাদুল কবির বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়ের করে আজ দুপুরে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে ।

এ বিষয়ে ভৈরব থানার  উপ- পরিদর্শক এমদাদুল কবির জানান,  বৃহস্পতিবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে শহরের  জগন্নাথপুর  কমলার মোড়ে ৭/৮ জনের একটি  ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এমন খবরের ভিত্তিতে  সঙ্গীয় ফোর্স নিয়ে  অভিযানে  গেলে  ডাকাতরা তাদের দেখে পালিয়ে যাওয়ার  সময়  ৪ জন কে আটক করলে অন্যরা পালিয়ে যায় । তাছাড়া  তিনি আরো জানান গ্রেফতারকৃত ৪ জন ডাকাত দলের সক্রিয় সদস্য । তাদের নামে ভৈরব থানায়  একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়ের করা হয়েছে।